গত দুই মাসে কর্মী ছাঁটাই সংখ্যায় শীর্ষ ৫ টেক কোম্পানি

আমাজন : ১৮,০০০ 

 

 

যুক্তরাষ্ট্র ভিত্তিক অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আমাজন ২০২২ এর শেষ নাগাদ প্রায় ১০,০০০ কর্মীকে ছাঁটাই প্রক্রিয়া শুরু করে। কোম্পানিটির আলেক্সা স্মার্ট হোম এবং লুনা ক্লাউড গেমিং সেগমেন্টে কাজ করা কর্মীদের মধ্য থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালের জানুয়ারিতে এসে এই ছাঁটাই সংখ্যা ১৮,০০০ এ গিয়ে পৌঁছে। নড়বড়ে অর্থনীতিতে তাদের ব্যাবসা ও গ্রাহকদের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়গুলো মাথায় রেখে কোম্পানিটির উচ্চ পর্যায়ের কর্তাদের সাথে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক ইমেইল বার্তায় জানান আমাজন সিইও অ্যান্ডি জ্যাসি। 

 

গুগল : ১২,০০০ 

সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ১২ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই। ছাঁটাই হওয়া কর্মীদেরকে ইতোমধ্যে ইমেইল পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

ছাঁটাই হওয়া এসব কর্মীদের উদ্দেশ্যে এক আবেগঘন চিঠিতে তিনি তাঁদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। 

 

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা : ১১, ০০০ 

 

 

গত বছর নভেম্বরে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ১১,০০০ কর্মী ছাঁটাইয়ের কথা জানায়। মেটার সিইও মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে উল্লেখ করেন – ‘আজ আমি মেটার ইতিহাসে আমাদের করা কিছু সবচেয়ে কঠিন পরিবর্তন শেয়ার করছি। আমি আমাদের কর্মীদের সংখ্যা প্রায় ১৩% কমানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের ১১ হাজারের বেশি প্রতিভাবান কর্মীকে ছেড়ে দিতে হচ্ছে।’ 

ছাঁটাই হওয়া কর্মীরা ১৬ সপ্তাহের মূল বেতনের সঙ্গে প্রতিবছরের হিসাবে দুই সপ্তাহের বাড়তি বেতন পাবেন বলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়।  

 

ইনটেল : ১০,০০০+ 

 

 

আয়ের দিক থেকে বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক কোম্পানি ইনটেল ৩ বিলিয়িন ডলার সাশ্রয়ের লক্ষ্যে কর্মী ছাঁটাই সহ অন্যান্য উদ্যোগ নেয়। কর্মী ছাঁটাইয়ের এ সংখ্যা ১০,০০০ এর বেশী বলে জানা যায়। 

 

মাইক্রোসফট : ১০,০০০ 

 

 

এই বছরের মার্চের শেষ নাগাদ ১০,০০০ চাকরি বা তাদের কর্মীর প্রায় ৫% কমিয়ে দেবে বলে জানিয়েছে মাইক্রোসফট কর্পোরেশন। সিইও নাদেলা একটি ব্লগ পোস্ট এবং কর্মীদেরকে ইমেইলে বলেছেন যে কোম্পানিটি তাদের প্রধান কৌশলগত সেক্টরে (key strategic area) নিয়োগ অব্যাহত রাখবে।